সন্ধান করুন

Amazing Photos

Amazing Photo Collections Slideshow: Tar’s trip from Dhaka, Bangladesh to Mymensing was created by TripAdvisor. See another Mymensing slideshow. Create a free slideshow with music from your travel photos.

মোট পৃষ্ঠাদর্শন

শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০১০

তুমুল করতালির মধ্যে মঞ্চে শাহরুখ | bdnews24.com

তুমুল করতালির মধ্যে মঞ্চে শাহরুখ
undefined
undefined
Fri, Dec 10th, 2010 8:58 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
undefined
ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আর্মি স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে এলেন শাহরুখ খান।

দর্শকদের তুমুল করতালি ও বর্ণিল আলোক বিচ্ছুরণের মধ্যে রাত পৌণে ৯টায় তিনি মঞ্চে ওঠেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে আর্মি স্টেডিয়ামে শুরু হয় 'কিং খান লাইভ ইন ঢাকা' কনসার্ট।

স্টেডিয়াম ভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে এ কনসার্ট শুরু হয়। দেবাশীষ বিশ্বাস ও প্রান্ত চৌধুরীর উপস্থাপনায় এবং বাংলাদেশের শিল্পী পারভেজ খানের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

এর আগে বলিউড তারকা শাহরুখ খান বিকেলে আর্মি স্টেডিয়ামে গিয়ে তার সঙ্গীদের নিয়ে মহড়া দেন।

সন্ধ্যায় তিনি মূল অনুষ্ঠানে যোগ দেন। বিকাল ৫ টায় 'কিং খান লাইভ ইন ঢাকা' শিরোনামের এই কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে শুরু হয়।

এই কনসার্ট উপভোগ করার জন্য আর্মি স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কনসার্টে অংশ নিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ বিমানে করে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান। তার সঙ্গে এসেছেন তার স্ত্রী গৌরী খান ও দুই সন্তান আরিয়ান ও সুহানা।

আর্মি স্টেডিয়াম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আমিনূর রহমান রাসেল জানান, শাহরুখের অনুষ্ঠান দেখার জন্য বিকেল থেকেই স্টেডিয়ামে দর্শণার্থীদের ঢল নামে। অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সময় বিকাল ৫টা পেরিয়ে গেলেও বহু দর্শণার্থী স্টেডিয়ামে আসছিলেন।

আর্মি স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মীরা হিমসিম খাচ্ছেন।

অন্তর শোবিজ আয়োজিত ওই কনসার্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি স�প্রচার করছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টা ৩৫ মিনিটে শাহরুখ খান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এসে পৌঁছান।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এ এস এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহরুখ খান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে করে স্টেডিয়ামের উদ্দেশে রওনা করেন।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহরুখ খান এখন আর্মি স্টেডিয়ামের কনসার্টের স্টেজ রিহার্সেলে অংশ নিচ্ছেন।"

তিনি জানান, এ কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই রানী মুখার্জী ও অর্জুন রামপালসহ একটি অগ্রগামী দল ঢাকায় পৌঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরআর/কেটি/এজে/কেএমএস/২০৫৫ ঘ.
তুমুল করতালির মধ্যে মঞ্চে শাহরুখ | bdnews24.com

কোন মন্তব্য নেই:

Pagerank

Traffic Genie