সন্ধান করুন

Amazing Photos

Amazing Photo Collections Slideshow: Tar’s trip from Dhaka, Bangladesh to Mymensing was created by TripAdvisor. See another Mymensing slideshow. Create a free slideshow with music from your travel photos.

মোট পৃষ্ঠাদর্শন

শনিবার, ১৮ ডিসেম্বর, ২০১০

মুছে ফেলা কন্ট্যাক্ট ফিরিয়ে দেবে জিমেইল

মানুষ মাত্রই ভুল করে। এই কথায় বিশ্বাস করেই যেন জিমেইল আনলো নতুন সুবিধা। রিস্টোর কন্ট্যাক্ট নামের এই সুবিধার আওতায় কোনো কন্ট্যাক্ট এবং সংশ্লিষ্ট ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, মেইল ঠিকানা ইত্যাদি মুছে ফেললেও ৩০ দিনের মধ্যে চাইলেই তা আবার ফিরে পাওয়া যাবে। খবর ম্যাশএবল-এর।

ম্যাশএবল বলছে, খুবই ছোট এবং সাধারণ হলেও এই সুবিধাটি অনেকেরই বেশ কাজে আসবে। এতে করে অনেকগুলো কন্ট্যাক্ট একসঙ্গে মুছে ফেলার পর হঠাৎ যদি দেখা যায় জরুরি কারো তথ্য মুছে গেছে, তখন চাইলেই সেসব মুছে ফেলা কন্ট্যাক্ট ফিরিয়ে আনা যাবে।

কেবল তাই নয়, জিমেইল থেকে কোনো ডিভাইস বা মোবাইল ফোনে কন্ট্যাক্ট সিংক্রোনাইজ করার সময় বা করা শেষ হলে ভুলবশতঃ জিমেইল সব কন্ট্যাক্ট মুছে ফেললেও সবই আবার ৩০ দিনের মধ্যে ফিরে পাওয়া যাবে।

রিস্টোর কন্ট্যাক্ট সুবিধাটি পাওয়া যাবে জিমেইলের কন্ট্যাক্ট সেকশনের ‘মোর অ্যাকশন’ মেনুতে। সেখান থেকে রিস্টোর কন্ট্যাক্ট-এ ক্লিক করলেই কন্ট্যাক্ট ফিরে পাওয়ার অপশন দেখানো হবে।

উল্লেখ্য, এর আগে ভুলবশতঃ পাঠিয়ে দেয়া ইমেইল বন্ধ করতে ‘আনডু সেন্ড’ সুবিধা দিয়ে জিমেইল প্রতিদ্বন্দ্বী ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানদের চেয়ে বেশ কিছুটা এগিয়ে যায়। এখন ইমেইল সেবায় টিকে থাকতে হলে অন্যান্যদেরও এমন সৃষ্টিশীল ছোটখাটো সুবিধা চালু করা প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সজীব/এইচবি/এইচআর/ডিসেম্বর ১৫/১০

Pagerank

Traffic Genie