সন্ধান করুন

Amazing Photos

Amazing Photo Collections Slideshow: Tar’s trip from Dhaka, Bangladesh to Mymensing was created by TripAdvisor. See another Mymensing slideshow. Create a free slideshow with music from your travel photos.

মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

Say No to Tipaimukh..................

টিপাইমুখ বাঁধ-বিরোধী আন্দোলন.....নিচের লিংকে ক্লিক করে Join করুন এবং জেনে নিন স্থান ও সময়সূচী সম্পর্কে:
http://www.facebook.com/events/237733236293805/

 ঢাকার বাইরে অন্যান্য জেলায় মানব বন্ধন:
------------------------------------------

* সিলেট জেলা
যারা সিলেট জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
http://www.facebook.com/events/328110550549300/

* চট্টগ্রাম
যারা চট্টগ্রাম জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
http://www.facebook.com/events/260691667313673/

* রাজশাহী
যারা রাজশাহী জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
http://www.facebook.com/events/146335338805408/

এছাড়া যারা আয়োজক এবং সেচ্ছাসেবক হিসেবে নিজ নিজ জেলায় মানব বন্ধন আয়োজন করতে চান তারা আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল ঠিকানা AmaderBangladeshGreat@gmail.com

 

Some pictures about Tipaimukh Dam Construction Protection Movement ......................

 















 


Some pictures about Tipaimukh Dam Construction Protection Movement ......................


Join Here Too

 

Collected from www.facebook.com

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

Jokes and jokes

1
ক্লাসে শিক্ষক আর ছাত্রদের কথোপকথন…….
শিক্ষক : মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে কোথাও ডিনারখেতে গেছো, এমন সময় তোমার টয়লেটে যেতে হবে, তাহলে তুমি তাকে কি বলে যাবে ?
রোকন : এক মিনিট দাড়াও, আমি প্রসাব করে আসতেছি।
শিক্ষক : এটা খুব খারাপ শোনায়, এর থেকে ভালো কেউ পারবা ?
শাহীন : জান আমি দুঃখিত , কিন্তু আমাকে টয়লেটে যেতে হবে, আমি একটু পরেই আসতেছি।
... শিক্ষক : এটা অনেক ভালো হয়েছে, তবে এর থেকে ভালো কেউ পারবা?
দুষ্ট ছেলে : জান আমাকে একটু যেতে হবে ২ মিনিট এর জন্য, আমার এক ফ্রেন্ড (!) এর সাথে হাত মিলায় আসি, তুমি চিন্তা করো না, আমাদের ডিনার এর পর আমার ঐ ফ্রেন্ড এর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব ।
এটা শোনার সাথে সাথেই শিক্ষক অজ্ঞান হযে পড়ে গেলো।
 2
ছেলে বিয়ে করবে, তাই বাবা একটা নতুন খাট বানাতে অর্ডার দিচ্ছেন….

ছেলের বাবাঃ খাট মজবুত করে বানাও, এতে আমার ছেলে আর নতুন বউ শোবে|

কাঠমিস্ত্রিঃ এত মজবুত বানামু স্যার, খালি আপনার ছেলে কেন পুরা মহল্লার লোক বউ এর সাথে শুইতে পারবে।

(সংগৃহীত)
 
 3
আপনাদের সবার কাছে একটি বিনীত আবেদন , নিচের পিকচার টি সবাই নিজেদের
প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করুন ।
•প্রশ্ন কেন ? ►উত্তর নিচের পিকচারটি ভালো করে দেখুন !!
ভারতের আগ্রাসী মনোভাব এবং একচেটিয়া সিদ্ধান্ত প্রতীবাদ করতে সামিল হন সবাই ।
দেশেরপ্রতি ,দেশের মানুষের প্রতি এবং নদী তীরবর্তী মানুষের প্রতি সহানুভূতি দেখাতে
... সকলের প্রতি আন্তরিক আবেদন ।
ছবিটি প্রথমে নিজেকে ট্যাগ করুন , তারপর আপনার ওয়ালে গিয়ে ট্যাগ করা ছবিটি নিজের প্রোফাইল পিকচার করে নিন ।
[ নদী বাঁচান দেশ বাঁচান ........জাগো বাংলাদেশ জাগো ......ধন্যবাদ]
 4
একবার সরকারের নীতি নির্ধারকদের একটি দল জটিল সমস্যায় পড়লেন।
সমস্যাটা লিঙ্গ নির্ধারন সংক্রান্ত।
তো তারা গেলেন শেখ হাসিনার কাছে। ম্যাডাম, কাঁঠাল কোন লিঙ্গ ? ম্যাডাম বললেন, এটা নির্ধারন করা কোনো সমস্যা না। আমি আজকেই বাংলা একাডেমীর ডিজিকে বলে দিচ্ছি। তিনি জানিয়ে দিবেন।

কিন্তু দুইদিন গেল, ডিজি জানালেননা। তখন তারা গেল এরশাদের কাছে। এরশাদের ঝটপট জবাব-আরে কাঁঠাল হল পুং লিঙ্গ। কারণ কাঁঠালের বিচি আছে।
...
এরপর পত্রিকার খবর বের হল-পুলিশ একদল ছাত্রকে ডান্ডা দিয়ে বেধড়ক পেটাচ্ছে।
আচ্ছা, পুলিশ কোন লিঙ্গ? জানতে চাওয়া হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। হাসিনা বললেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিতে হবে। সেই খোঁজ আর আসে না দেখে এরশাদের কাছে জানতে চাওয়া হয়। তিনি বললেন যেহেতু পুলিশের ডান্ডা আছে তাই পুলিশ পুংলিঙ্গ।

এরপর প্রশ্ন উঠে আইন কোন লিঙ্গ। এবারও যথারীতি শেখ হাসিনা ফেলটুস। বলতে পারলেন না। অগত্যা আবার কাবিল এরশাদের কাছে জিজ্ঞাসা। তিনি ভেবেচিন্তে বললেন,
আইনের ফাঁক আছে, তাই আইন স্ত্রী লিঙ্গ।
5
পিংকির বয়স ৫ বছর।
রমজান মাসের ৮-১০দিন অতিক্রান্ত হয়ে গেছে, শুরু হয়ে গেছে আসন্ন ঈদের প্রস্তুতি।
একদিন পিংকির বাবা জিজ্ঞেস করলেন, “এবার ঈদে তুমি কী নেবে মামণি?”
পিংকি বললো, “একটা ছোট্ট ভাই।”
পিংকির বাবা ভাবলেন, “মেয়েকে এখন কী জবাব দিই?”
... একটু ভেবে আদরমাখানো কণ্ঠে বললেন “কিন্তু মামণি, ঈদের যে আর মাত্র ২০দিন বাকি। এতো তাড়াতাড়ি তো তোমার ভাইকে আনা যাবেনা।”
পিংকি বললো, “তাহলে বেশী করে লোক লাগিয়ে দাও!”
 
6
একদিন এক কৃষকের ছেলে গাড়ী ভর্তি ধানের বস্তা নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য।

কিন্তু একটা বাড়ির সামনের রাস্তাটা ছিলো ভাঙ্গাচুরা।

গরুর গাড়ী উল্টে গেলো।
...
বাড়ীর মালিক তখন খাচ্ছিলেন।
তিনি এসে দেখলেন একটা অল্প বয়সি ছেলে গাড়ির সঙ্গে উল্টে পড়ে গেছে।
সে হাত ঝেড়ে উঠে পড়লো।
বাড়ির মালিক বললেন , গরুগুলো বেঁধে তুমি আমার বাড়ি এসো। আমি খেতে বসেছি । তুমিও চারটা খেয়ে নাও। পরে তোমার বস্তাগুলো তোলার ব্যাবস্থা করা হবে।

ছেলেটি বল্ল….''না আব্বু রাগ করব''

আরে রাগ করবে না,আমি খেতে বসেছি,চাইলেই তো আর তোমাকে সাহায্য করতে পারব না। আসো, আগে দুটা ভাত খেয়ে নাও।
….না, আব্বু রাগ করবে।
….আরে করবে না। এসো তো।

ভদ্রলোক প্রায় জোড় করে ছেলেটিকে বাড়ির ভিতর নিয়ে গেলেন।

ছেলেটি বারবার বলল, আব্বু রাগ করবে।

যাই হোক ছেলেটি হাতমুখ ধুয়ে খেতে বসলো।
খাওয়া দাওয়া ভালোই হল।
হাত মুছতে মুছতে ছেলেটি বলল, আব্বু রাগ করবে।

বাড়ির মালিক বললেন, না রাগ করবেনা। তা তোমার আব্বু কোথায়??

ছেলেটি বলল, আব্বু ঐ ধানের বস্তাগুলোর নিচে চাপা পড়ে আছে।

(সংগৃহীত)
 Collected from here

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

Aishwariya Roy's Baby...(অনলাইনে বেবি বি'র ছবি নিয়ে তোলপাড়!)

বচ্চন পরিবারের নতুন অতিথি বেবি বি’কে দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। সবার এই কৌতুহল মেটাতেই বুঝি সম্প্রতি অনলাইনে একটি ছবি ফাঁস করা হয়েছে যেখানে দেখা গেছে ঐশ্বরিয়ার কোলে সদ্যভূমিষ্ঠ এক নবজাতককে। খবর ওয়ানইন্ডিয়া’র।

ইতোমধ্যেই ফেসবুকে পোস্ট করা এই ছবিটি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিটিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় একটি কন্যা সন্তানকে নিয়ে শুয়ে আছেন ঐশ্বরিয়া। শিশুটি পরম নিশ্চিন্তে তার মায়ের কোলে ঘুমাচ্ছে। শিশুটিকে ‘তার মায়ের’ মতোই সুন্দর দেখাচ্ছে।

অবশ্য ওই ছবিটিতে ঐশ্বরিয়াকে মেকআপ করা অবস্থায় দেখা গেলে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। কারণ সন্তান প্রসবের পরপরই এ ধরনের মেকআপ কেউ করেন না।

পরবর্তীতে প্রমাণিত হয় আসলে কম্পিউটারের কারসাজিতেই ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটিতে অন্য এক নারীর মুখে ঐশ্বরিয়ার মুখ কেটে বসানো হয়েছে।
আলোচিত ওই ছবিটি তৈরি করতে ওপরের এই ছবিটি ব্যবহার করা হয়েছে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচবি/নভেম্বর ১৯/১১

মূল খবর

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

The Biggest and the exceptionals......

The longest chain of shoes consisted of 24,962 shoes and was achieved by The Shoeman Water Projects at Stankowski Field at the University of Missouri, Columbia, USA on 7 May 2011.

The largest glove measures 2.82 m (9 ft 3 in) tall and 93 cm (3 ft) wide and was created by Held GmbH (Germany). It was presented and measured in Burgberg, Germany, on 20 April 2011.

The glove is an outsized version of the TITAN motorcycle glove, article no 2910, colour 14 black/white. The hand size of the glove is 56 (normal size 9). It took 128 hours to manufacture the glove.

The largest modelling balloon sculpture measures 6.76 m (22 ft 2 in) long and 13.77 m (45 ft 2 in) wide and consist of 2,975 balloons and was created by Adam Lee (USA). It was presented and measured at the Grand Mound Great Wolf Lodge, Washington, USA, on 6 October 2011.


The fastest crossing of the Sahara desert by bicycle was 13 days 5 hours 50 minutes and 14 seconds by Reza Pakravan (Iran) from 4 March to 17 March 2011. He set out on 4 March at 30° 00' 5" N and 2° 57' 2" E in Algeria and completed his journey at 17° 59' 2" N and 30° 59' 4" E, in Sudan on 17 March 2011.The total distance cycled was 1,734 km (1,083.85 mi).


The largest caricature is 91.35 m (299 ft 8.45 in) in length and 60.90 m (199 ft 9.63 in) in width, measuring 631.20 m² (6,794 ft² 21.6 in²) and was drawn by Federico Delgado Heredia a.k.a Fede Heredia (Uruguay) at the Estadio Centenario football stadium in Montevideo, Uruguay, on 28 June 2011. The caricature is of Diego Forlan the Uruguayan footballer. Federico Delgado Heredia took approx 5 hours 50 minutes to complete the caricature and used 60 litres (13.2 UK gal; 15.85 US gal) of black paint.


The longest cucumber measured 119.38 cm (47 in) and was grown by Clare Pearce (UK) and measured in Peterborough, UK, in August 2010.
The specimen was an Armenian cucumber, Cucumis melo flexosus.

The largest ball point pen measures 5.5 m (18 ft 0.53 in) long and weighs 37.23 kg (82.08 lb 1.24 oz). The pen was made by Acharya Makunuri Srinivasa (India) and was presented and measured in Hyderabad, India, on 24 April 2011. The pen is engraved with scenes from Indian mythology.
The most people apple bobbing is 357 and was achieved by the Ontario Apple Growers (Canada) at the Westin Harbour Castle in Toronto, Ontario, Canada, on 21 February 2011. One participant succeeded in bobbing all 10 apples within 32 seconds!

The most people playing parachute is 3,520 with 176 parachutes and was achieved by children from the Gaza Strip, at the Khan Younis Stadium, Gaza, on 30 June 2011.

The most people dressed as sunflowers is 229 and was achieved by Thorndown Community Infant School and Thorndown Community Junior School (both UK) in St. Ives, UK, on 27 May 2011.

The largest gathering of people wearing only underwear was achieved by 2,270 participants (all USA) at the Utah Undie Run in Salt Lake City, Utah, USA, on 24 September 2011.

The largest piggy back race involved 320 participants and was achieved by Dundee WestFest (UK), in Dundee, UK, on 19 June 2011. The fastest runner and piggy were Dominic Venditozzi and his six year old daughter Lola, crossing the finish line in a time of 15.65 sec.

The longest duration juggling three objects blindfolded is 6 minutes and 29 seconds and was achieved by Niels Duinker (Netherlands) in Rotterdam, the Netherlands, on 11 August 2011.


The largest human mattress dominoes was achieved by 550 participants (all Belgium) at an event organised by Margareta Maria Instituut Kortemark in Kortemark, Belgium, on 7 April 2011.

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

ইন্টারেস্টিং বাংলা প্রবাদবাক্য কালেকশন


গরীবেরও একটা মরা, কোন রহম চোক বুইনজ্যেয়া থাহন
আবাইগ্যার বাইগ্গ মন্দ, হিয়ালে পাদে পুবের বন্দ
লহর ডহর হাইয়ের থাইক্যা, বিদবাই বালা
ঘর জামাইয়া গোলামের পুত, হিতান থইয়া পৈতান হুত
যদি থাহে বন্দের মন, গাং পার অইতে কতক্ষন?
গাং দেখলে মুতে ধরে, লাং দেখলে আসি উডে 
পুটকিতে গু থাকলে, জিলাফী বানাইয়া আগে
মাংনা লোয়া পাইলে চেডের আ গ, হামি লাগায়
জিয়ের উডে তন, মায় পায় না মন, পুতের উডে দাড়ি, ফিরে বাড়ি বাড়ি
মুত্তো বইয়া, আইগ্যা দিছে
নডি বুড়া অইলেও ফতত বইয়া মুতে
আউশ কইরা আনছি জামাই ছেরি দিতাম কেয়া, নিজের মনে ছট ফট করে নিজেই বইতাম বেয়া
দাদা যে বেডা উরাতই ছিন্ন
যেই ডা বেডা অর ছডি ঘরই দন খাড়ায়
আইগ্যা হছেনা, পাদ মাইড়া গলা পানিত
কাম নাই বেদি হাই কোলো লইয়া পড়া বেড়ায়
আগেনা পুকটি,  ফেরফেরাইয়া ডাক
চেম নাই বেডার শুক্কুর বারে বেয়া
মার নাম কেছলী বান্দী, পুতের নাম সুলতান খাঁ
পুকটি ফাইট্যা মুরগী মরে, গিরছে কয় ছুডু ছুডু আন্ডা পারে
হাইএ কয়না তিরি, পাছে পাছে ফিরি
পতত পাইছে কামার, দাও দারায়া দে আমার
নাফিত দেখলে কুনি নুখ বাড়ে
কালফোয়র মুরগী, আজগোয়াই টুককুর
জালর পুত সরহার অইলে বেঙ্গেরে কয় বেরেং
কই রাম রাম, আর কই টে টে
কই লিয়াকত আলী, আর কই জুতার কালি 
কুতায়া আগেনা পেদঅ বুক লাগবো কইয়া
গরীবের বউ, বেহেরেই বাউজ
কর্তা বলে ছুদির ভাই, আনন্দের আর সীমা নাই
চাডিও মাডিত পরে, হাইয়ের আদর বাড়ে
ফান খাইলে স্বাদ লাগেনা, স্বাদ লাগে তার চুনে রূপ দেইখ্যা মন বুলেনা, মন বুলে তার গুনে
আগিলাগো আগিলা কত ভালা আছিলা
জামাইরা সাত বাই, একা জামাই না থাকলে কেউ নাই
বাগ নাই দেশঅ হিয়ালই রাজা
বাংলাতে আছিলা পুত, এংরাজিতে গেলা, ওয়াটার ওয়াটার কইরা পুত 
ছিগাইয়্যা না রইলা
ভাত পায়না চা খায়, সাইকেল নিয়ে হাগবার যায়!!!
ভালা মাইনসে মাইর খায় গাল আতাইয়া বাড়িত যায়
জালর পুত সরহার অইলে বেঙ্গেরে কয় বেরেং
বানদির কপালে মেনদির ভাগ
নরম বিবি খরম পাওও আটতে বিবি আছাড় খাইন 
কানা গরুর ভিন্ন পথ
কামনাই কুত্তার আইলে আইলে দৌড়
ঐ দিন আর নাইরে নাতু ; খাবলা খাবলা পায়রার ছাতু
কাম চোরা বউ ভাসুর মানে 

অকাল গেল সুকাল এল, পাকল কাঁটাল কোষ, আজ বন্ধু ছেড়ে যাও, দিয়ে আমার দোষ
অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সরে, সজ্ঞানে করে পাপ,সঙ্গে সঙ্গে ফেরে
অতি প্রণয় যেখানে, নিত্য যাবে না সেখানে;যদি যাবে নিত্যি;ঘটবে একটা কীর্তি
অদৃষ্টের কিল পুতেও কিলোয়
অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি
অন্নের জ্বালা বড় জ্বালা এক দিনে লাগে তালা
অনাবৃষ্টে রাজ্য মজে,পাপে মজে ধর্ম;কোটালে গৃহস্থ মজে,আলস্যে মজে কর্ম
অনেক কালের ছি পাপ, ছেলে হল সতীনের বাপ
অভ্যাস দোষ না ছাড়ে চোরে, শূন্য ভিটায় মাটি খোঁড়ে
অভাগা চোর যে বাড়ি যায়, হয় কুকুর ডাকে নয় রাত পোহায়
অভাগিনীর দুটো পুত, একটা দানা একটা ভূত
অমৃত-বা কি পদার্থ, খেয়ে দেখি জল
আগে গেলেও নির্বংশের ব্যাটা,পিছে গেলেও নির্বংশের ব্যাটা
আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে,পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে
আন সতীনে নাড়ে চাড়ে,বোন সতীনে পুড়িয়ে মারে
আনারস বলে কাঁঠাল ভাই তুমি বড় খসখসে
আপন চেয়ে পর ভাল,পর চেয়ে জঙ্গল ভাল
আপন পাঁঠা লেজে কাটি
আপন বুদ্ধিতে তর, পরের বুদ্ধিতে মর
আপনার ছেলটি খায় এতটি, বেড়ায় যেন লাটিমটি, পরের ছেলেটা খায় এতটা,বেড়ায় যেন বাঁদরটা
আপনি ঠাকুর ভাত পায় না,শংকরাকে ডাকে
আবর তাঁতি গোবর খায়,স্ত্রীর বাক্যে মরতে যায়
আমি করি ভাই ভাই, দাদার কিন্তু মনে নাই
আরশোলাও পাখি, আছে আর কি দেখতে বাকি
উদে মাছ ধরে,খটাশে তিন ভাগ করে
উপোস করলে যাবে দিন, ধার করলে হবে ঋণ
এ কি বিধির লীলা খেলা,কাকের গলায় তুলসিমালা
এক কান কাটা শহরের বার দে যায়,দুকান কাটা শহরের ভিতর দে যায়
এক গাঁয়ের কুকুর আর গাঁয়ের ঠাকুর
এক ছেলের মা, ভয়ে কাঁপে গা
এক পুতের আশ নদীকূলে বাস
এক মুখে তিন কথা শুনে লাগে মনে ব্যথা
এক মায়ের এক পুত, খায়দায় যমের দূত
এখন না শুনলে বঁধু যৌবনের ভরে,পশ্চাতে কাঁদিতে হবে নয়নের নীরে
এমনি যায় না মাস,আবার দুদিন বেশি
কইতে কইতে মুখ বাড়ে,খাইতে খাইতে পেট বাড়ে
কড়ি থাকলে বেয়াইয়ের বাপের শ্রাদ্ধ হয়, না থাকলে নিজের বাপের শ্রাদ্ধও হয় না
কড়ি দিয়ে কিনব দই গোয়ালিনী মোর কিসের সই?
কড়ি লবে গুণে, পথ চলবে জেনে 
কাক খায় কাঁঠাল,বকের মুখে আঠা
কাকের মাংস কাকে খায় না,জোঁকের গায়ে জোঁক বসে না
কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি
কাঠের বিড়াল হোক তাতে কিবা আসে যায়, ইঁদুর ধরে কিনা সেটাই বিষয়
কানা গরু বামুনকে দান
কি অপূর্ব সৃষ্টি না তিত না মিষ্টি
কেউ মরে, কেউ হরি হরি বলে
খাবার বেলায় মস্ত হাঁ, উলু দেবার বেলায় মুখে ঘা
খেতে পায় না পচা পুঁটি, হাতে পরে হিরের আংটি
গুটি পোকা গুটি করে, নিজের ফাঁদে নিজে পড়ে
গড়তে চায় ঠাকুর, হয়ে যায় কুকুর
গাই কিনবে দুয়ে বলদ কিনবে বেয়ে
গাই ছিল না হল গাই,চালুনি নিয়ে দুইতে যাই
গাছে উঠতে পারে না বড় আমটি আমার
ঘি দিয়ে ভাজ নিমের পাতা, তবু যায় না জাতের জাতা
ঘোড়ার পেট গাধার পিঠ,খালি থাকে কদাচিৎ
চল্লেই চল্লিশ বুদ্ধি, না চল্লেই হতবুদ্ধি
চাল কি দর, না মামার ভাতে আছি
চাল নাই ধান নাই,গোলাভরা ইঁদুর
ছাগল দিয়ে ধান মাড়ানো
জাতও গেল পেটও ভরল না
টাকা তুমি যাচ্ছ কোথা? পিরিত যথা; আসবে কবে? বিচ্ছেদ যবে
ডুব দিয়ে খাই পানি আল্লা জানে আর আমি জানি
তিন মাথা যার, বুদ্ধি নেবে তার
ধনীর মাথায় ধর ছাতি, নির্ধনের মাথায় মার লাথি
ধান খায় কাকে, ব্যাঙের পায়ে দড়ি
নড়তে পারে না কামান ঘাড়ে
না বুঝে ছিলাম ভাল, আধেক বুঝে পরান গেল
নিম তিত, নিশিন্দে তিত, তিত মাকাল ফল, তার চেয়ে তিত কন্যে বোন সতীনের ঘর
পুবে হাঁস, পশ্চিমে বাঁশ; উত্তরে কলা, দক্ষিণে খোলা
পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা
পরের চাল,পরের ডাল, নদে করেন বিয়ে
পরের লেজে পড়লে পা তুলো পানা ঠেকে, নিজের লেজে পড়লে পা ক্যাঁক করে ওঠে
পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হেচকা টানে
পাঁঠার ইচ্ছেয় ঘাড়ে কোপ
পান সাজতে জানে না, দু পায়ে আলতা
পালাতে না পেরে মোড়লের বেহাই
পোড়া কপালে সুখ নাই, বিয়ে বাড়িতে ভাত নাই
বউ উঠতে ঠাঁই পায় না, উঠান জোড়া দাসী
বড় ঘর বড় কথা, বললে কাটা যায় মাথা
বড় বড় বানরের বড় বড় পেট লংকায় যেতে তারা মাথা করে হেঁট
বুনলাম ধান, হল তিল, ফলল রুদ্রাক্ষ, খেলাম কিল
বরকনের দেখা নেই বুধবারে বিয়ে
বাঘ-ভালুকের রাজ্যে থাকি মনের কথা মনেই রাখি
বাড়িতে পায় না শাক সজিনা, ডাক দিয়ে বলে ঘি আন না
বাবা পেটে, মা হাটে, আমি তখন বছর আটে
বিধি যদি বিপরীত, কেবা করে তার হিত
ভাগের ভাগ পেলে, না খেয়েও চিবিয়ে ফেলে
ভাঙ্গা ঘরে জোছনার আলো, যে দিন যায় সে দিন ভালো
ভেক না নিলে ভিখ মেলে না
মুখটি যেন ভাজার খোলা, খই ফুটছে ফোলা ফোলা
মটরের চাপে মুসুরি চেপ্টা
মুড়ি মিছরির এক দর
মন চায় বাদশা হতে, খোদার দোয়া মেগে খেতে
মনে বড় সাধ, চড়ব বাঘের কাঁধ
মূলা চোরের ফাঁসি
মা পায় না কাঁথা-সেলাইয়ের সুতো, ব্যাটার পায়ে চৌদ্দ সিকের জুতো
মামা কানা আমি চোখে দেখিনে
ষোল আনাই ভুয়ো, ষোল কড়াই কানা
সুদিনের বারো ভাই, কুদিনের কেউ নাই
স্বামী নাই, পুত্র নাই, কপালভরা সিঁদুর, ধান নাই, চাল নাই, গোলাভরা ইঁদুর
হিঁদু মোছলমান হলে গরু খায় গিলে গিলে


বুধবার, ২ নভেম্বর, ২০১১

wKQz ˆeÁvwbK cixÿvt (Some Scientific Experiments)


wKQz ˆeÁvwbK cixÿvt

ev”Pv‡`i Rb¨ wkÿYxq|

eoivI gRv cv‡eb|

wK¬K Kiæb


Pagerank

Traffic Genie