সন্ধান করুন

Amazing Photos

Amazing Photo Collections Slideshow: Tar’s trip from Dhaka, Bangladesh to Mymensing was created by TripAdvisor. See another Mymensing slideshow. Create a free slideshow with music from your travel photos.

মোট পৃষ্ঠাদর্শন

বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

You Know?

>> ৫ মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে এবং স্বাভাবিকভাবে ৩ মিনিট ২০ সেকেন্ড শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকলে মৃত্য নিশ্চিত হয়ে যায়!!

>> চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।

>> দেহের সবচেয়ে সবল মাংসপেশি জিহ্বা।

>> মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক । মোট শক্তির ২০%
দুনিয়ার আজব আইনঃ
>> অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় রবিবারে মধ্যদুপুরের পর গাঢ় গোলাপী প্যান্ট পরা অবৈধ ।
>> সেন্ট লুইস, মিসোরিতে অগ্নি নির্বাপক লোক কোন মেয়েকে রাতের পোশাকে পেলে তাকে উদ্ধার করা বেআইনী ।
>> রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাসনকালে কেউ যদি দাঁড়ি রাখতে চাইতো তাকে আলাদাভাবে কর প্রদান করতে হতো দাঁড়ির উপর।
>> সন্দেহ করার ব্যপারে সতর্ক হও, কেননা সন্দেহ ইবাদত ধ্বংস করে এবং গুনাহ বৃদ্ধি করে।
>> সন্দেহ প্রবণ ব্যক্তি, প্রিয়জনদের সঙ্গেও শান্তিতে থাকতে পারেনা।
>> সন্দেহ, কাজকর্মকে দুর্নীতিগ্রস্থ করে এবং মন্দ প্রবণতাকে উৎসাহিত করে।
____ ইমাম আলী(আঃ)
>> ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে # স্পিনোজা
>> মেয়েদের কত রকম স্কার্ট পরতে দেখি- লং স্কার্ট, সর্ট স্কার্ট, মিনি স্কার্ট, মাইক্রমিনি স্কার্ট। মেয়েদের এই জনপ্রিয় পোশাকটি কিন্তু তাদের নিজেদের না। সেই অতীতে রোমান (পুরুষ) সৈন্যরা বিশেষ এক ধরনের পোশাক পরত। সেই বিশেষ পোশাকটাই হচ্ছে আজকের এই স্কার্ট, যা এখন মেয়েরা দখল করে নিয়েছে। :P
>> ► জ়ন্মের প্রথম দুই বছরে একটি শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।
>> একজন মানুষের সারা জীবনে হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।
>> একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫বছর ঘুমের মধ্যে কাটে।
>> প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে যে দিবসে কাউকে দেখতে চায় না# মার্ক টোয়েন
>> একটি কাজের জন্য পুরষ্কার পাওয়ার মানেই আরেকটি কাজে হাত দেওয়ার উৎসাহ লাভ করা# হেনরী ক্লে
>> মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।
>> আপনি চোখ খুলে কখনই হাঁচি দিতে পারবেন নাহ। আয়নায় চেষ্টা করে দেখতে পারেন!।
>> কাঠবিড়ালীরা পিছু হটতে পারেনা। মানে পেছন দিকে যেতে চাইলেও পুরো উল্টা ঘুরে তারপর ওদেরকে পিছন দিকে যেতে হয়।
>> মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক । মোট শক্তির ২০%
>> চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
 >> মাউন্ট রোরাইমা নামে এই অপূর্ব সুন্দর পর্বতটি ভেনেজুএলায় অবস্থিত, যা বছরের বেশির ভাগ সময় মেঘে ঢাকা থাকে, যেন এক স্বর্গ রাজ্য।
 
>> মানুষের হাঁটা নিয়ে মজার কিছু তথ্য:

• একজন মানুষ যদি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে হাঁটে তাহলে এক বছরে বছরে তার অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে ৪০,০০০ কিলোমিটার।
• একজন মানুষ তার স্বাভাবিক আয়ষ্কালে যে পরিমান হাঁটে তাতে সমগ্র পৃথিবীকে সাড়ে তিনবার ঘুরে আসা সম্ভব।
• বামহাতিরা হাঁটার ব্যাপারেও তাদের বামপাকেই আগে চালান।
• মানুষের শরীরের এক-চতুর্থাংশ অস্থি তার হাঁটার সময় ব্যবহৃত হয়ে থাকে
• আর ২০০ টি পেশীর চলনে সম্পন্ন হয় আপনার একেকটি হাঁটা।
• ৭ থেকে ১২ বয়সীদের মধ্যে এক-চতুর্থাংশই তাদের জীবনে একবার না একবার ঘুমের মধ্যে হেঁটে থাকে।
 
==> ১৮১৭ সালে Baron von Drais প্রথম বাই সাইকেল তৈরি করেন যেটার কিনা চালানোর জন্য কোনও প্যাডেল ছিল না। মানুষ নিজে হেটে এটি চালাতও !

=> চা আবিষ্কার হয় চীনে, আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে। ফুটন্ত পানিতে ভুলে কিছু চা পাতা পড়ে গিয়ে এই পানীয় তৈরি হয়ে যায়। নিউ ইয়র্কে ১৯০৯ সালে টমাস স্যুলিভান প্রথম টি-ব্যাগের প্রচলন করেন।

=> কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক ,১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!
 
হেহে__ কিছুই বলার নেই...
 

Pagerank

Traffic Genie