সন্ধান করুন

Amazing Photos

Amazing Photo Collections Slideshow: Tar’s trip from Dhaka, Bangladesh to Mymensing was created by TripAdvisor. See another Mymensing slideshow. Create a free slideshow with music from your travel photos.

মোট পৃষ্ঠাদর্শন

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

ইন্টারেস্টিং বাংলা প্রবাদবাক্য কালেকশন


গরীবেরও একটা মরা, কোন রহম চোক বুইনজ্যেয়া থাহন
আবাইগ্যার বাইগ্গ মন্দ, হিয়ালে পাদে পুবের বন্দ
লহর ডহর হাইয়ের থাইক্যা, বিদবাই বালা
ঘর জামাইয়া গোলামের পুত, হিতান থইয়া পৈতান হুত
যদি থাহে বন্দের মন, গাং পার অইতে কতক্ষন?
গাং দেখলে মুতে ধরে, লাং দেখলে আসি উডে 
পুটকিতে গু থাকলে, জিলাফী বানাইয়া আগে
মাংনা লোয়া পাইলে চেডের আ গ, হামি লাগায়
জিয়ের উডে তন, মায় পায় না মন, পুতের উডে দাড়ি, ফিরে বাড়ি বাড়ি
মুত্তো বইয়া, আইগ্যা দিছে
নডি বুড়া অইলেও ফতত বইয়া মুতে
আউশ কইরা আনছি জামাই ছেরি দিতাম কেয়া, নিজের মনে ছট ফট করে নিজেই বইতাম বেয়া
দাদা যে বেডা উরাতই ছিন্ন
যেই ডা বেডা অর ছডি ঘরই দন খাড়ায়
আইগ্যা হছেনা, পাদ মাইড়া গলা পানিত
কাম নাই বেদি হাই কোলো লইয়া পড়া বেড়ায়
আগেনা পুকটি,  ফেরফেরাইয়া ডাক
চেম নাই বেডার শুক্কুর বারে বেয়া
মার নাম কেছলী বান্দী, পুতের নাম সুলতান খাঁ
পুকটি ফাইট্যা মুরগী মরে, গিরছে কয় ছুডু ছুডু আন্ডা পারে
হাইএ কয়না তিরি, পাছে পাছে ফিরি
পতত পাইছে কামার, দাও দারায়া দে আমার
নাফিত দেখলে কুনি নুখ বাড়ে
কালফোয়র মুরগী, আজগোয়াই টুককুর
জালর পুত সরহার অইলে বেঙ্গেরে কয় বেরেং
কই রাম রাম, আর কই টে টে
কই লিয়াকত আলী, আর কই জুতার কালি 
কুতায়া আগেনা পেদঅ বুক লাগবো কইয়া
গরীবের বউ, বেহেরেই বাউজ
কর্তা বলে ছুদির ভাই, আনন্দের আর সীমা নাই
চাডিও মাডিত পরে, হাইয়ের আদর বাড়ে
ফান খাইলে স্বাদ লাগেনা, স্বাদ লাগে তার চুনে রূপ দেইখ্যা মন বুলেনা, মন বুলে তার গুনে
আগিলাগো আগিলা কত ভালা আছিলা
জামাইরা সাত বাই, একা জামাই না থাকলে কেউ নাই
বাগ নাই দেশঅ হিয়ালই রাজা
বাংলাতে আছিলা পুত, এংরাজিতে গেলা, ওয়াটার ওয়াটার কইরা পুত 
ছিগাইয়্যা না রইলা
ভাত পায়না চা খায়, সাইকেল নিয়ে হাগবার যায়!!!
ভালা মাইনসে মাইর খায় গাল আতাইয়া বাড়িত যায়
জালর পুত সরহার অইলে বেঙ্গেরে কয় বেরেং
বানদির কপালে মেনদির ভাগ
নরম বিবি খরম পাওও আটতে বিবি আছাড় খাইন 
কানা গরুর ভিন্ন পথ
কামনাই কুত্তার আইলে আইলে দৌড়
ঐ দিন আর নাইরে নাতু ; খাবলা খাবলা পায়রার ছাতু
কাম চোরা বউ ভাসুর মানে 

অকাল গেল সুকাল এল, পাকল কাঁটাল কোষ, আজ বন্ধু ছেড়ে যাও, দিয়ে আমার দোষ
অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সরে, সজ্ঞানে করে পাপ,সঙ্গে সঙ্গে ফেরে
অতি প্রণয় যেখানে, নিত্য যাবে না সেখানে;যদি যাবে নিত্যি;ঘটবে একটা কীর্তি
অদৃষ্টের কিল পুতেও কিলোয়
অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি
অন্নের জ্বালা বড় জ্বালা এক দিনে লাগে তালা
অনাবৃষ্টে রাজ্য মজে,পাপে মজে ধর্ম;কোটালে গৃহস্থ মজে,আলস্যে মজে কর্ম
অনেক কালের ছি পাপ, ছেলে হল সতীনের বাপ
অভ্যাস দোষ না ছাড়ে চোরে, শূন্য ভিটায় মাটি খোঁড়ে
অভাগা চোর যে বাড়ি যায়, হয় কুকুর ডাকে নয় রাত পোহায়
অভাগিনীর দুটো পুত, একটা দানা একটা ভূত
অমৃত-বা কি পদার্থ, খেয়ে দেখি জল
আগে গেলেও নির্বংশের ব্যাটা,পিছে গেলেও নির্বংশের ব্যাটা
আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে,পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে
আন সতীনে নাড়ে চাড়ে,বোন সতীনে পুড়িয়ে মারে
আনারস বলে কাঁঠাল ভাই তুমি বড় খসখসে
আপন চেয়ে পর ভাল,পর চেয়ে জঙ্গল ভাল
আপন পাঁঠা লেজে কাটি
আপন বুদ্ধিতে তর, পরের বুদ্ধিতে মর
আপনার ছেলটি খায় এতটি, বেড়ায় যেন লাটিমটি, পরের ছেলেটা খায় এতটা,বেড়ায় যেন বাঁদরটা
আপনি ঠাকুর ভাত পায় না,শংকরাকে ডাকে
আবর তাঁতি গোবর খায়,স্ত্রীর বাক্যে মরতে যায়
আমি করি ভাই ভাই, দাদার কিন্তু মনে নাই
আরশোলাও পাখি, আছে আর কি দেখতে বাকি
উদে মাছ ধরে,খটাশে তিন ভাগ করে
উপোস করলে যাবে দিন, ধার করলে হবে ঋণ
এ কি বিধির লীলা খেলা,কাকের গলায় তুলসিমালা
এক কান কাটা শহরের বার দে যায়,দুকান কাটা শহরের ভিতর দে যায়
এক গাঁয়ের কুকুর আর গাঁয়ের ঠাকুর
এক ছেলের মা, ভয়ে কাঁপে গা
এক পুতের আশ নদীকূলে বাস
এক মুখে তিন কথা শুনে লাগে মনে ব্যথা
এক মায়ের এক পুত, খায়দায় যমের দূত
এখন না শুনলে বঁধু যৌবনের ভরে,পশ্চাতে কাঁদিতে হবে নয়নের নীরে
এমনি যায় না মাস,আবার দুদিন বেশি
কইতে কইতে মুখ বাড়ে,খাইতে খাইতে পেট বাড়ে
কড়ি থাকলে বেয়াইয়ের বাপের শ্রাদ্ধ হয়, না থাকলে নিজের বাপের শ্রাদ্ধও হয় না
কড়ি দিয়ে কিনব দই গোয়ালিনী মোর কিসের সই?
কড়ি লবে গুণে, পথ চলবে জেনে 
কাক খায় কাঁঠাল,বকের মুখে আঠা
কাকের মাংস কাকে খায় না,জোঁকের গায়ে জোঁক বসে না
কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি
কাঠের বিড়াল হোক তাতে কিবা আসে যায়, ইঁদুর ধরে কিনা সেটাই বিষয়
কানা গরু বামুনকে দান
কি অপূর্ব সৃষ্টি না তিত না মিষ্টি
কেউ মরে, কেউ হরি হরি বলে
খাবার বেলায় মস্ত হাঁ, উলু দেবার বেলায় মুখে ঘা
খেতে পায় না পচা পুঁটি, হাতে পরে হিরের আংটি
গুটি পোকা গুটি করে, নিজের ফাঁদে নিজে পড়ে
গড়তে চায় ঠাকুর, হয়ে যায় কুকুর
গাই কিনবে দুয়ে বলদ কিনবে বেয়ে
গাই ছিল না হল গাই,চালুনি নিয়ে দুইতে যাই
গাছে উঠতে পারে না বড় আমটি আমার
ঘি দিয়ে ভাজ নিমের পাতা, তবু যায় না জাতের জাতা
ঘোড়ার পেট গাধার পিঠ,খালি থাকে কদাচিৎ
চল্লেই চল্লিশ বুদ্ধি, না চল্লেই হতবুদ্ধি
চাল কি দর, না মামার ভাতে আছি
চাল নাই ধান নাই,গোলাভরা ইঁদুর
ছাগল দিয়ে ধান মাড়ানো
জাতও গেল পেটও ভরল না
টাকা তুমি যাচ্ছ কোথা? পিরিত যথা; আসবে কবে? বিচ্ছেদ যবে
ডুব দিয়ে খাই পানি আল্লা জানে আর আমি জানি
তিন মাথা যার, বুদ্ধি নেবে তার
ধনীর মাথায় ধর ছাতি, নির্ধনের মাথায় মার লাথি
ধান খায় কাকে, ব্যাঙের পায়ে দড়ি
নড়তে পারে না কামান ঘাড়ে
না বুঝে ছিলাম ভাল, আধেক বুঝে পরান গেল
নিম তিত, নিশিন্দে তিত, তিত মাকাল ফল, তার চেয়ে তিত কন্যে বোন সতীনের ঘর
পুবে হাঁস, পশ্চিমে বাঁশ; উত্তরে কলা, দক্ষিণে খোলা
পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা
পরের চাল,পরের ডাল, নদে করেন বিয়ে
পরের লেজে পড়লে পা তুলো পানা ঠেকে, নিজের লেজে পড়লে পা ক্যাঁক করে ওঠে
পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হেচকা টানে
পাঁঠার ইচ্ছেয় ঘাড়ে কোপ
পান সাজতে জানে না, দু পায়ে আলতা
পালাতে না পেরে মোড়লের বেহাই
পোড়া কপালে সুখ নাই, বিয়ে বাড়িতে ভাত নাই
বউ উঠতে ঠাঁই পায় না, উঠান জোড়া দাসী
বড় ঘর বড় কথা, বললে কাটা যায় মাথা
বড় বড় বানরের বড় বড় পেট লংকায় যেতে তারা মাথা করে হেঁট
বুনলাম ধান, হল তিল, ফলল রুদ্রাক্ষ, খেলাম কিল
বরকনের দেখা নেই বুধবারে বিয়ে
বাঘ-ভালুকের রাজ্যে থাকি মনের কথা মনেই রাখি
বাড়িতে পায় না শাক সজিনা, ডাক দিয়ে বলে ঘি আন না
বাবা পেটে, মা হাটে, আমি তখন বছর আটে
বিধি যদি বিপরীত, কেবা করে তার হিত
ভাগের ভাগ পেলে, না খেয়েও চিবিয়ে ফেলে
ভাঙ্গা ঘরে জোছনার আলো, যে দিন যায় সে দিন ভালো
ভেক না নিলে ভিখ মেলে না
মুখটি যেন ভাজার খোলা, খই ফুটছে ফোলা ফোলা
মটরের চাপে মুসুরি চেপ্টা
মুড়ি মিছরির এক দর
মন চায় বাদশা হতে, খোদার দোয়া মেগে খেতে
মনে বড় সাধ, চড়ব বাঘের কাঁধ
মূলা চোরের ফাঁসি
মা পায় না কাঁথা-সেলাইয়ের সুতো, ব্যাটার পায়ে চৌদ্দ সিকের জুতো
মামা কানা আমি চোখে দেখিনে
ষোল আনাই ভুয়ো, ষোল কড়াই কানা
সুদিনের বারো ভাই, কুদিনের কেউ নাই
স্বামী নাই, পুত্র নাই, কপালভরা সিঁদুর, ধান নাই, চাল নাই, গোলাভরা ইঁদুর
হিঁদু মোছলমান হলে গরু খায় গিলে গিলে


Pagerank

Traffic Genie