সন্ধান করুন

Amazing Photos

Amazing Photo Collections Slideshow: Tar’s trip from Dhaka, Bangladesh to Mymensing was created by TripAdvisor. See another Mymensing slideshow. Create a free slideshow with music from your travel photos.

মোট পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

General Knowledge-1

Collected from Facebook

পুরুষ খেকশিয়াল সারাজীবন এক সঙ্গীনির প্রতি বিশ্বস্ত থাকে। সঙ্গীনির মৃত্যু হলেও সে বাকী জীবন অন্য শৃগালিনি গমন থেকে বিরত থাকে। স্ত্রী শৃগালও এক পুরুষেই বিশ্বস্ত থাকে, তবে কোন কারনে সেই পুরুষটির মৃত্যু হলে আতি দ্রুত অন্য একটি পুরুষ বেছে নেয়।

 

নাকই হচ্ছে আমাদের ব্যক্তিগত শীতাতপ নিয়ন্ত্রকযন্ত্র। কারণ এটা শীতল বাতাসকে গরম করে, আবার গরম বাতাসকে শীতল করে এবং ময়লা-আবর্জনা ছাঁকুনি দিয়ে বিশুদ্ধ বাতাস টেনে নেয়।

 

মিকি মাউস নামের কার্টুনের ইঁদুরটাকে চিনেন তো? মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি। মজার বিষয় হলো, ডিজনি সাহেব নিজেই ইঁদুরকে মারাত্মক ভয় পেতেন।
 
বিপদে পড়লে এসওএস(SOS)(আপদকালীন) সিগন্যাল পাঠানোর নিয়ম আছে। এসওএস ব্যবহারকারী প্রথম জাহাজ হচ্ছে টাইটানিক।(· · · — — — · · ·)




সাধারণত ভয় দু'শ্রেণীর। কারণজাত এবং কারণহীন। অনেক ভয় প্রকৃত ও বাস্তব কারণ থেকে জন্মায়। আবার অনেক ভয় মিথ্যা বা অবাস্তব কোন ধারণা বা বিশ্বাস থেকে সৃষ্ট হয়ে থাকে। এগুলোকে অবাস্তব ভয় বা ফোবিয়া বলে। ফোবিয়া বা অস্বাভাবিক ভীতি এক ধরনের মনোরোগ। দেখুনতো এই ফোবিয়া গুলো থেকে আপনার কোনটা আছে ?
1. Achluophobia : আঁধারের ভয়।
2. Acousticophobia : কোলাহলের ভয়।
3. Acrophobia : উচ্চতার ভয়।
4. Agoraphobia : মুক্ত জায়গা অথবা অতিভীড়ের ভয়।
5. Ailurophobia : বিড়ালের ভয়।
6. Alektorophobia : মুরগির ভয়।
7. Alliumphobia : রসুনের ভয়।
8. Allodoxaphobia : মতামতের ভয়।
9. Altophobia : উচ্চতার ভয়।
10. Amaxophobia : গাড়িতে চড়ার ভয়।
11. Ambulophobia : হাঁটার ভয়।
12. Ancraophobia অথবা Anemophobia : বায়ুর ভয়।
13. Androphobia : মানুষের ভয়।
14. Anglophobia : ইংল্যান্ড, ইংরেজী সংস্কৃতির ভয়।
15. Anthrophobia : ফুলের ভয়।
16. Antlophobia : বন্যার ভয়।
17. Anuptaphobia : একআ থাকার ভয়।
18. Apeirophobia : অসীমের ভয়।
19. Aphenphosmphobia : স্পর্শ করার ভয়।
20. Apiphobia : মৌমাছির ভয়।
21. Apotemnophobia : বিকলাঙ্গ ব্যাক্তির ভয়।
22. Arachnephobia/
Arachnophobia : মাকড়সার ভয়।
23. Arithmophobia : সংখ্যার ভয়।
24. Arrhenphobia : মানুষের ভয়।
25. Arsonphobia : আগুনের ভয়।
26. Astraphobia/Astrapophobia : বাজ এবং বজ্রপাতের ভয়।
27. Astrophobia : তারা/মহাকাশের ভয়।
28. Ataxophobia : disorder অথবা untidiness এর ভয়।
29. Atelophobia : অসম্পূর্ণতার ভয়।
30. Athazagoraphobia : ভুলে যাওয়া, উপেক্ষা করার ভয়।
31. Atychiphobia : ব্যর্থতার ভয়।
32. Aurophobia : সোনার ভয়।
33. Automatonophobia : ventriloquist's dummies, animatronic creatures, wax statues এর ভয়।
34. Automysophobia: নোংরা হওয়ার ভয়।
35. Autophobia : একা হওয়ার ভয়।
36. Aviophobia/Aviatophobia : উড়ার ভয়।
37. Bacillophobia : অনুজীবের ভয়।
38. Bacteriophobia : ব্যাকটেরিয়ার ভয়।
39. Bathmophobia : সিঁড়ি অথবা খাড়া ঢালের ভয়।
40. Batophobia : উচ্চতার ভয়।
41. amphibiansএর Batrachophobia ভয় (ব্যাঙের মত) pins এবং সূচের Belonephobia ভয়।
42. Bibliophobia : পুস্তকের ভয়।
43. Botanophobia : গাছপালার ভয়।
44. Brontophobia : বাজ এবং বজ্রপাতের ভয়।
45. Cacophobia : অসুন্দের প্রতি ভয়।
46. Cainophobia/Cainotophobia : নতুনত্বের (newness, novelty) ভয়।
47. Caligynephobia : সুন্দর মহিলার ভয়।
48. Carnophobia : মাংসের ভয়।
49. Catagelophobia : পরিহাসের ভয়।
50. Catoptrophobia : আয়নার ভয়।
51. Cenophobia / Centophobia : নতুন জিনিষ অথবা চিন্তাসমূহের ভয়।
52. Ceraunophobia : বাজের ভয়।
53. Chaetophobia : চুলের ভয়।
54. Chionophobia : তুষারের ভয়।
55. Chiraptophobia : স্পর্শ করার ভয়।
56. Chirophobia : হাতের ভয়।
57. Chorophobia : নাচারভয়।
58. Chrometophobia/Chrematophobia : টাকার ভয়।
59. Chromophobia/Chromatophobia : রংএর ভয়।
60. Chronomentrophobia : ঘড়ির ভয়।
61. Cibophobia/Sitophobia/Sitiophobia : খাবারের ভয়।
62. Claustrophobia : বদ্ধ জায়গার ভয়।
63. Climacophobia : সিঁড়ির ভয়।
64. Clinophobia : বিছানাতে যাওয়ার ভয়।
65. Coimetrophobia : সমাধিস্থলের ভয়।
66. Coulrophobia : জোকারের ভয়।
67. Cyberphobia : কম্পিউটারের ভয়।
68. Cyclophobia : সাইকেলের ভয়।
69. Cymophobia : তরঙ্গের ভয়।
70. Cynophobia : কুকুরের ভয়।
71. Demophobia : ভিড় করার ভয়।
72. Dendrophobia : গাছগুলির ভয়।
73. Dentophobia : দন্তচিকিৎসকের ভয়।
74. Didaskaleinophobia : স্কুলতে যাওয়ার ভয়।
75. Dipsophobia : পানীয়ের ভয়।
76. Dishabiliophobia : আরেকজনের সামনে নগ্ন হওয়ার ভয়।
77. Dromophobia : রাস্তা অতিক্রম করার ভয়।

78. Eisoptrophobia : আয়নার ভয়।
79. Elurophobia : বিড়ালের ভয়।
80. Emetophobia : বমির ভয়।
81. Entomophobia : পতঙ্গের ভয়।
82. Ephebiphobia : কিশোরের ভয়।
83. Epistaxiophobia : নাক থেকে রক্তপাতের ভয়।
84. Equinophobia : ঘোড়ার ভয়।
85. Ergophobia : কাজের ভয়।
86. Felinophobia : বিড়ালের ভয়।
87. Gamophobia : বিবাহের ভয়।
88. Geliophobia : হাসির ভয়।
89. Genophobia : লিঙ্গের ভয়।
90. Gephyrophobia, Gephydrophobia, Gephysrophobia : সেতু অতিক্রম করার অথবা ভয়।
91. Gerascophobia : বৃদ্ধ হওয়ার ভয়।
92. Glossophobia : অধিক জনগনের সামনে কথা বলতে চেষ্টা করার অথবা কথা বলার ভয়।
93. Gynephobia/Gynophobia : মহিলার ভয়।
94. Haphephobia/Haptephobia : স্পর্শ হওয়ার ভয়।
95. Harpaxophobia : ডাকাতি হওয়ার ভয়।
96. Heliophobia : সূর্যের ভয়।
97. Hemophobia/Hemaphobia/Hematophobia : রক্তের ভয়।
98. Hierophobia : পুরোহিত অথবা পবিত্র জিনিষের ভয়।
99. Hominophobia : মানুষের ভয়।
100. Hylophobia : বন্যের ভয়।
101. Iatrophobia : ডাক্তারের ভয়।
102. Ichthyophobia : মাছের ভয়।
103. Judeophobia : জিউসের (Jews) ভয়।
104. Keraunophobia: বাজ এবং বজ্রপাতের ভয়।
105. Kymophobia: তরঙ্গের ভয়।
106. Lachanophobia: শাকসব্জীর ভয়।
107. Ligyrophobia : প্রবল কোলাহলের ভয়।
108. Limnophobia : হ্রদের ভয়।
109. Liticaphobia: lawsuitsএর ভয়।
110. Lockiophobia : বাচ্চা জন্মদানের ভয়।
111. Logizomechanophobia: কম্পিউটারের ভয়।
112. Logophobia: শব্দের ভয়।
113. Lygophobia: আঁধারের ভয়।
114. Macrophobia: দীর্ঘ অপেক্ষা করার ভয়।
115. Mageirocophobia: রান্না করার ভয়।
116. Maieusiophobia: বাচ্চা জন্মদানের ভয়।
117. Megalophobia: বড় জিনিষের ভয়।
118. Melissophobia: মৌমাছির ভয়।
119. Methyphobia: অ্যালকোহলের ভয়।
120. Microphobia: ক্ষুদ্র জিনিষের ভয়।
121. Misophobia: হের ভয় dirt/germsএর সঙ্গে contaminate।
122. Monophobia: নি:স্বঙ্গতার ভয় অথবা একা হওয়ার ভয়।
123. Motorphobia: মোটরগাড়ির ভয়।
124. Musophobia/Murophobia: মাউসের ভয়।
125. Necrophobia: মৃত্যূ / মৃত জিনিষের ভয়।
126. Neophobia: যেকিছু নতুনের ভয়।
127. Nosocomephobia: হাসপাতালের ভয়।
128. Numerophobia: সংখ্যার ভয়।
129. Ochlophobia: ভিড় করার ভয়।
130. Ophidiophobia: সাপের ভয়।
131. Ophthalmophobia: “being stared at” এর ভয়।
132. Ornithophobia: পাখির ভয়।
133. Pedophobia: শিশুর ভয়।
134. Peladophobia: টাক জনগণের ভয়।
135. Phasmophobia: ভূতের ভয়।
136. Placophobia: tombstonesএর ভয়।
137. Plutophobia: সম্পদের ভয়।
138. Pogonophobia: দাড়ির ভয়।
139. Potamophobia: নদী অথবা চলন্ত জলার ভয়।
140. Pteronophobia: feather দিয়ে কাতুকুতু এর ভয়।
141. Pupaphobia: পুতুলের ভয়।
142. Pyrophobia: আগুনের ভয়।
143. Rhytiphobia: wrinkles পার ভয়।
144. Rupophobia: নোংরার ভয়।
145. Scolionophobia: বিদ্যালয়ের ভয়।
146. Selachophobia: sharksএর ভয়।
147. Sesquipedalophobia: দীর্ঘ শব্দের ভয়।
148. Tachophobia: গতির ভয়।
149. Technophobia: প্রযুক্তির ভয়।
150. Telephonophobia: টেলিফোনের ভয়।
151. Testophobia: টেষ্ট ম্যাচ গ্রহণ করার ভয়।
152. Theophobia: ইশ্বর অথবা ধর্মের ভয়।
153. Trypanophobia: ইনজেকশনের ভয়।
154. Venustraphobia: সুন্দর মহিলার ভয়।
155. Verbophobia: শব্দের ভয়।
156. Verminophobia: জীবাণুর ভয়।
157. Vestiphobia: কাপড়ের ভয়।
158. Xenoglossophobia: বিদেশী ভাষার ভয়।
159. Zoophobia: প্রাণীর ভয়

হীরক গ্রহ

বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মান্ডে এম এক নতুন গ্রহের সন্ধান পেয়েছেন যাকে বলা হচ্ছে হীরক গ্রহ৷ নতুন আবিষ্কৃত এই গ্রহটির বৈজ্ঞানিক কোন নাম এখনও দেওয়া হয়নি৷ তবে ইতিমধ্যে একে হীরক গ্রহ বলে ডাকছেন বিজ্ঞানীরা৷ কারণ, অত্যন্ত উজ্জ্বল দেখতে এই গ্রহটিকে দূর থেকে দেখলে মনে হয়, যেন মহাকাশের অসীম শূন্যে এক খণ্ড হিরার টুকরা জ্বলজ্বল করে জ্বলছে৷ এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই গ্রহটিতে... কার্বনের পরিমাণ অত্যন্ত বেশি৷ উল্লেখ্য, কার্বন ঘন হওয়ার মাধ্যমেই হিরে তৈরি হয়৷ তাই বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটিতে কার্বনের ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় এর ভূপৃষ্ঠ সম্ভবত হিরায় পরিণত হয়েছে৷ শুধু কার্বন নয়, গ্রহটিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্রিস্টালাইজড অক্সিজেন৷আমাদের সৌরজগতে এমন গ্রহ নেই । গ্রহটির ঘনত্ব কেমন, একটি তথ্য দিলেই সেটি স্পষ্ট হবে৷ অত্যন্ত ছোট এই গ্রহটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে ২০ গুণ বেশি ঘন৷ অতি ঘনত্বের ফলে এর ওজনও বৃহস্পতি গ্রহের চেয়ে কিছুটা বেশি৷ তবে বৃহস্পতি গ্রহে যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে এই ছোট্ট গ্রহটিতে তেমন কিছু দেখতে পাননি বিজ্ঞানীরা৷ তারা মনে করছেন, কোন এক বিশাল নক্ষত্রের অবশিষ্টাংশ এই গ্রহটি৷ বর্তমানে যে তারা বা নক্ষত্রটিকে কেন্দ্র করে এটি অত্যন্ত দ্রুতগতিতে আবর্তন করছে সেটিও অত্যন্ত উজ্জ্বল, যাকে বিজ্ঞানীরা বলে থাকেন পালজার স্টার৷পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে যেতে পারলে হয়তো এমন হিরা পাওয়া যাবে ।

সংগ্রহেঃ ছবি-Chhobi

দেশে প্রথম চা বাগান করা হয় সিলেটের মালনীছড়াতে।
 
ধূমপান ছাড়ার ১৩ উপায়

ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানের কুফল হিসেবে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালী সরু হয়ে হার্ট এ্যাটাকের ঝুকি বৃদ্ধি, মস্তিস্কে রক্ত চলাচলে বাধা, যৌন ক্ষমতা হ্রাসসহ নানা ক্ষতিকর দিক রয়েছে ধূমপানের। অনেকেই ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান কি‘ নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার ১৩টি উপায় বলে দি...য়েছেন। এসব অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব।

এই ১৩টি উপায় হচ্ছে-
০ প্রথমে সিদ্ধা- নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরী। অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান। যেমন ক্যান্সার ও হার্ট এ্যাটাকের ঝুকি কামাতে।
০ কোন ধরনের থেরাপি বা মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিকনয়। কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে। ০ নিকোটিনের বিকল্প গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে।
০ নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে।
০ একা একা ধূমপান না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য (যদি ধূমপায়ী থাকেন), বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উৎসাহিত করে একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন।
০ মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন।
০ অ্যালকোহল পরিহার করুন।
০ মনোযোগ অন্যদিকে নিতে ঘর পরিষ্ক্ষার করতে চেষ্টা করুন।
০ ধূমপান ত্যাগের জন্য বার বার চেষ্টা করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার আর ধূমপান করবেন না।
০ নিয়মিত ব্যায়াম করুন।
০ প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও রঙিন ফলমুল খান।
০ ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ হালকা বিনোদনে ব্যয় করুন।
০ আর ধূমপান ছাড়-ন বন্ধু-বান্ধব বা প্রেমিককে খুশী করার জন্য নয়, বরং আপনার সুস্বাস্থ্যের জন্যই এটা করেছেন। এমন জোরালো অবস্থান নিন।
সংগ্রহেঃ আমরা ধূমপান করিনা পেজ
 
 

Collected from Facebook.com

Pagerank

Traffic Genie